জমিদার যদুনাথ রায়ের বাড়ি ( ভাগ্যকূল জমিদার বাড়ি)

ভাগ্যকুল জমিদার বাড়ি অতীত ইতিহাস আর কাল প্রবাহের সাক্ষী হিসেবে এখনও দেশের নানা জায়গায় আছে জমিদার বাড়ি ও তাদের নানা নিদর্শন৷ বিক্রমপুরের ভাগ্যকুল জমিদার বাড়ি ( Vaggokul Jamindar Bari ) তেমনই একটি। জমিদার যদুনাথ সাহা আনুমানিক ১৯২০ সালে প্রায় ৫০০ শতাংশ জমির ওপর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে ভাগ্যকুল জমিদার বাড়ি নির্মাণ করেন। জমিদার শ্রীনাথ রায়ের পুত্র এই যদুনাথ রায় চৌধুরি ৷ স্থানীয় মানুষের কাছে এটি বাবু বাড়ি নামেও পরিচিত। গঙ্গাপ্রসাদ রায়ের ৪র্থ ও কণিষ্ঠ পুত্র প্রেমচাঁদ রায়ের তিনপুত্র ছিলেন অত্যন্ত প্রভাবশালী জমিদার। এদের মধ্যে শ্রীনাথ রায় এবং জানকী নাথ রায় ইংরেজ সরকার কর্তৃক রাজা উপাধি দ্বারা ভূষিত হন। এই দুইজন ভাগ্যকুলে প্রাসাদ নির্মাণ করে বসতি স্থাপন করেছিলেন। তাদের প্রাসাদও প্রায় ৩০ বছর পূর্বে কৃত্তিনাশা পদ্মার গর্ভে বিলীন হয়েছে। রাজা শ্রীনাথ রায় ছিলেন ভাগ্যকুলের জমিদারদের মধ্যে সর্বশেষ্ঠ। রাজা সীতানাথ রায়ের দুই পুত্র যদুনাথ রায় এবং প্রিয়নাথ রায়। যদুনাথ রায় বর্তমানের বাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুরে (সে সময় ভাগ্যকুল নামে পরিচিত ছিল) হুবহু একই ধরণের দুটি ত্রিতল ভবন নির্মা...